খাদি বা সিল্কের চাহিদা ভারতে এখন তুঙ্গে। বিয়ের পোশাক তৈরির ক্ষেত্রেও অনেক ডিজাইনার তাঁতের কাপড় বা সিল্ক ব্যবহার করছেন।
এক সময় যে ফ্যাশন-দুনিয়া যেটির প্রতি সবচেয়ে নাকউঁচু ছিল, সেই জগত্টাই এখন নিজের পরিধি বাড়াচ্ছে। ধীরে ধীরে সাইজ জিরোর পাশাপাশি জায়গা করে নিতে পারছেন প্লাস সাইজের মডেলরাও।
এমনকি, ট্রান্সজেন্ডার, জেন্ডার ফ্লুইড মডেলরাও এখন ক্যাটওয়াক করছেন। শুধু মডেলদের ক্ষেত্রেই নয়, ভারতীয় ডিজাইনাররা ভাবছেন ক্রেতাদের কথাও। বিভিন্ন ফ্যাশন সপ্তাহে জেন্ডার ফ্লুইড পোশাক এবার চোখে পড়ছে অনেক ডিজাইনারের কালেকশনেই। লিঙ্গ নিরপেক্ষ পোশাকও আসছে। কালার প্যালেট বা সিল্যুয়েটগুলো এমনই যে ছেলে-মেয়ে নির্বিশেষে সেগুলো অনায়াসে পরতে পারবেন।
এই মুহূর্তের সবচেয়ে ফ্যাশনেবল শব্দ ‘আপসাইকেল’। পুরনো জিনিসকে নতুনভাবে ব্যবহার করে তার মূল্যটা যখন বেশ কিছুটা বাড়িয়ে দেয়া যায়, তাকে বলে আপসাইকেল। ভারতের অনেক ডিজাইনারই মেতেছেন এই 'আপসাইক্লিং' নিয়ে। পুরনো শাড়ি, জুতা আপসাইকেল করে অ্যাকসেসরি তৈরি করছেন।
বস্তা, প্লাস্টিক, গাড়ির টায়ার, নাট-বল্টু, অন্যান্য শিল্প বর্জ্য- কোনও কিছুই বাদ পড়ছে না। এসব কাজে লাগিয়ে তৈরি হয়েছে অভিনব গহনা। এই সংগ্রহগুলোর আকর্ষণীয় দিক, প্রতিটা পোশাকই ব্যতিক্রমধর্মী। একটা করেই তৈরি করা সম্ভব। সূত্র : এবেলা
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা