তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পরিবারতন্ত্রের সবচেয়ে বড় দৃষ্টান্ত। বিএনপি চেয়ারপারসন তার পরিবারের সবাইকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন।
সচিবালয়ে আজ তিনি সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুল ইসলাম নিজেই তো পরিবারতন্ত্রের রাজনীতি করছেন। সিটি নির্বাচনে বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে ইশরাককে মনোনয়ন দিয়েছে সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। আর তাবিথ আউয়ালের বাবা বিএনপি নেত্রীর উপদেষ্টা। সুতরাং মির্জা ফখরুল তো পরিবারতন্ত্রের উপর বসেই রাজনীতি করছেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, ফজলে নূর তাপস তিনবারের নির্বাচিত এমপি। তিনি জনপ্রিয়তা থেকেই মনোনয়ন পেয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ