কিছু কিছু হাসপাতালের বিরুদ্ধে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উপেক্ষা করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি হাসপাতালগুলোকে করোনা রোগীদের সেবা দেওয়ার বিষয়ে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যকালে এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, অভিন্ন শত্রু করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে আরও ঘনিভূত করবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় সরকারের সমালোচনা করাকে নিত্য রুটিনওয়ার্কে পরিণত না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিডি প্রতিদিন/ফারজানা