বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের বাড়তি বিলের জন্য সাধারণ মানুষের মন্ত্রী পর্যন্ত পৌঁছানোর দরকার নেই। সবাইকে বলব, আপনার স্ব স্ব অফিস আছে, সেখানে অভিযোগ করেন। যদি তারা সন্তুষ্ট না হন, সংস্থা প্রধানের কাছে অভিযোগ করবেন। সেখানেও যদি সন্তুষ্ট না হন, তাহলে তো আমি আছি। আমার কাছে সরাসরি অভিযোগ করবেন। আমি এখন পর্যন্ত আমার মেইলে অভিযোগ আকারে পেয়েছি সবমিলে ১২-১৩টা। অনলাইনে গেলে আমার ই-মেইল পাওয়া যাবে।
বুধবার দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
মিটারের সঙ্গে বিদ্যুৎ বিলের সম্পর্ক নেই, বিতরণ কোম্পানি মন্ত্রীর নির্দেশনা শেষ পর্যন্ত মানছে না- এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যদি না মেনে থাকে কোনো নির্দেশ, আমার বরাবর আবেদন করলেই হবে। আমি সমস্ত বিতরণ কোম্পানিকে বলেছি, যারা লিখিতভাবে অভিযোগ করছেন, অভিযোগ যখন মূল ওয়েবসাইটে যায় সেটার কপি আমার কাছেও আসে। কতগুলো অভিযোগের সমাধান হলো সেগুলোর রিপোর্টও আমার কাছে আসে। আমি কিন্তু দেখছি। এছাড়া আমাদের গ্রাহক প্রায় চার কোটি। এরমধ্যে অভিযোগ ৪ থেকে ৫টা। আমি মনে করি এর সমাধান করা বিষয় না।
বিডি প্রতিদিন/ফারজানা