আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তার শোকবার্তায় জানান, মোহাম্মদ নাসিমের বিয়োগ বাংলাদেশ আওয়ামী লীগ তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন দক্ষ যোদ্ধাকে হারালাম।
উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের দু:সময়ের কাণ্ডারী ছিলেন। দেশের এমন সঙ্কটে মোহাম্মদ নাসিমের মত বর্ষীয়ান নেতার অভিজ্ঞতা ও নেতৃত্ব খুব জরুরী ছিলো। দেশ ও মানুষের সেবায় নিজেকে আজীবন উৎসর্গ করেছেন এই জনদরদী রাজনীতিবিদ।
প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাদের পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন