মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, করোনা পরিস্থিতি থেকে উত্তরণে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায়সহ তাদের স্বাস্থ্য ও সুরক্ষায় জাতিসংঘের সহযোগী সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয় থেকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট লন্ডনের আয়োজনে ‘ভার্চ্যুয়াল মিটিং অব কমনওয়েলথ মিনিস্টারস ফর উইমেনস অ্যাফেয়ার্স অ্যান্ড জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট অব কোভিড-১৯’ বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশের উইমেনস অ্যাফেয়ার্স মন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে বিশ্বের কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বাংলাদেশে স্বাস্থ্যখাতের চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টের ৮০ শতাংশ নারী, যারা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। বিদেশ থেকে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছে, যার ফলে তাদের পরিবারের নারী ও শিশুখাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিষয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া আম্পান ও বন্যায় প্রায় ৬ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপুলসংখ্যক নারী ও শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে আছে।
কমনওয়েলথ উইমেনস অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ও কেনিয়ার পাবলিক সার্ভিস, ইয়ুথ ও জেন্ডার বিষয়ক মন্ত্রী অধ্যাপক মার্গারেট কবিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটেলি ও কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি।
এছাড়া দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ক্যামেরুন, কেনিয়া এবং সিশেলস, রুয়ান্ডা, গায়ানা বাহামা মহিলা ও জেন্ডার বিষয়মন্ত্রী বক্তব্য করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন