পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বর্ষা মৌসুমে নদীর চরিত্র একরকম, শুকনো মৌসুমে আরেক রকম। একটা সমীক্ষা করে প্রকল্প করতে এক থেকে দেড় বছর সময় লাগে। অনেক সময় সংসদ সদস্যদের দাবির মুখে তাড়াতাড়ি করে ৬ মাসে প্রকল্প করতে হয়। পরে দেখা যায় ভুলত্রুটি হলে জনগণই বলে পানি সম্পদ মন্ত্রণালয় চুরি করেছে। এ কারণে পানি সম্পদ মন্ত্রণালয় টেকসই প্রকল্পের ওপর গুরুত্ব দিচ্ছে।
শুক্রবার সকালে ভোলা সদর উপজেলায় চলমান বাঁধ নির্মাণ কাজ এবং নদীর বিভিন্ন স্থানে ভাঙন পরিদর্শনকালে পথসভায় এসব কথা বলেন তিনি।
উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে শুরু করে দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার পর্যন্ত মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বাঁধ নির্মাণ এবং নদীর বিভিন্ন স্থানে ভাঙন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী
পথসভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। একেক বছর একেক ধরনের আবহাওয়া লক্ষ করা যাচ্ছে। কোনো বছর বন্যা, আবার কোনো বছর ঘূর্ণিঝড় হচ্ছে বেশি। আবহাওয়ার পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলাসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন মন্ত্রীসভা দিনরাত কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, ভোলার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনেক প্রকল্প রয়েছে। ভোলা শহর রক্ষায় ইলিশা পয়েন্টে ৩৪০ কোটি টাকার ব্লক ও বাঁধের কাজ চলছে। শিবপুর পয়েন্টে আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলমান প্রকল্পে কিছু ভুলক্রটি চিহ্নিত করা হয়েছে। সেগুলো সংশোধনের জন্য প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকব, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই