১৬ সেপ্টেম্বর, ২০২০ ২২:৩৫

ভূমিকম্প সহনীয় অবকাঠামো উন্নয়ন সহযোগিতায় আগ্রহী জাইকা

অনলাইন ডেস্ক

ভূমিকম্প সহনীয় অবকাঠামো উন্নয়ন সহযোগিতায় আগ্রহী জাইকা

জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগীয় শহরে ভূমিকম্প সহনীয়, পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ জাপানের পরীক্ষিত বন্ধু।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে জাইকা অতীতে এদেশের মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রধান হায়াকাওয়া ইউহো এ আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। এসময় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর