২০২১ সালকে আরও বেশি চ্যালেঞ্জিং হিসেবে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এজন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার নিজের ফেসবুক বার্তায় এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, সংক্রমণ বাড়ছে কানাডা, যুক্তরাজ্যসহ পৃথিবীর প্রায় সব দেশে! রেকর্ড পরিমাণ দাবানল যুক্তরাষ্ট্র, সাইবেরিয়া, ব্রাজিলসহ পৃথিবীর আরও অনেক দেশে। এশিয়ার বন্যা এবার অনেক দীর্ঘস্থায়ী।
এসব বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ আরও বেশি চ্যালেঞ্জিং হবে, এগুলো আগাম বার্তা। মানসিক প্রস্তুতি নিন। যুদ্ধটা প্রকৃতির সঙ্গে এবং নিজের সঙ্গে।
বিডি প্রতিদিন/এমআই