৩০ নভেম্বর, ২০২০ ১৯:২৮

'পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার'

অনলাইন ডেস্ক

'পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার'

শাহাব উদ্দিন (ফাইল ছবি)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অনেকে ব্যক্তি স্বার্থে পাহাড়, টিলা কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থায়ীভাবে পরিবেশের ক্ষতি সাধন করছে। পরিবেশ সুরক্ষায় এ সকল পাহাড় ও টিলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা ও উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন।

পরে মন্ত্রী উপজেলার তিন হাজার কৃষকের মধ্যে ২ কেজি করে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর