মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন ধর্মের দোহাই দিয়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। একই সঙ্গে একটি গোষ্ঠী এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।
আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, আগামী ২৬ শে মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে বিশেষ মর্যাদায় পালন করার দাবি জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
১৯ মার্চ হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুরের বীর জনতা। সেই যুদ্ধে শহীদ হন চারজন শহীদ হন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
বিডি প্রতিদিন/আবু জাফর