২৪ এপ্রিল, ২০২১ ১৪:৪৩

'গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে'

অনলাইন ডেস্ক

'গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে'

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেন চলাচলও শুরু হবে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমোকে এ কথা জানান তিনি। এসময় তিনি জানান, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করেছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে গত ৩ এপ্রিল যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। রই মধ্যে গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর