২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবভিত্তিক সংকটকালীন বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পর জাতীয় সংসদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। এদিন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এতে। এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট।
তিনি জানান, আগামীকাল শুক্রবার (৭ জুন) বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ