করোনাভাইরাসের পরিস্থিতি বুঝে মার্চে পুরোপুরি শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার বিকালে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি।
এর আগে নতুন বছরেও শিক্ষাপ্রতিষ্ঠানে আগের মতোই আংশিক ক্লাস হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে এ আংশিক ক্লাস নতুন বছরের মার্চ মাস পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/বাজিত/আরাফাত