পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোলমডেল। মেধায় সেরা, যোগ্যতায় সেরা আমাদের প্রধানমন্ত্রী। তিনি এখন সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন।
আজ শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং শীর্ষক কাজের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ১৮ বার জাতিসংঘে ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। এ কারণেই বিশ্বনেতৃবৃন্দ বলেন, সততা, মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। আর বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।
তিনি বলেন, কুলাঙ্গাররা গর্ত থেকে নাক বের করে কথা বলতে চেষ্টা করেন। মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেবরা গর্ত থেকে বের কথা বলেন। কিন্তু ওদের কথা কেউ শোনে না। ওরা দুর্নীতিবাজ। আবার বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবন সৃষ্টি করবে। তারেক জিয়া, খালেদা জিয়া দেশটা লুটেপুটে খাবে। হাজার হাজার কোটি টাকা বিদেশে মানিলন্ডারিং করবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু হচ্ছে, মেঘনা সেতুর ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। মেঘনা সেতু হয়ে গেলে মাদারীপুর-শরীয়তপুর তথা বৃহত্তর ফরিদপুর হবে দেশের সর্বশ্রেষ্ঠ একটি অঞ্চল।।
এসময় তিনি আরও বলেন, আগামী ২৪ সালের ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আমরা নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছি। আমরা ক্ষমতায় থাকতেই কাজ শুরু করবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর- ১ আসনের সংসদ সদস্য ও হুইপ নুর ই আলম চৌধুরী লিটন, বিশেষ অতিথি হিসেনে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত