রাজনীতি বিমুখ না হয়ে শিক্ষার্থীসহ সবাইকে রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, রাজনীতি হলো সেই জায়গা যেখানে জীবনের প্রায় সব সিদ্ধান্ত গৃহীত হয়।
রবিবার দুপুরে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, একটা জায়গায় গিয়ে তো আমি ভয়ই পেয়ে গেলাম, সেটা হলো গিয়ে, সেখানে লেখা আছে-ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস। অর্থাৎ রাজনীতিটা ধূমপানের মতোই পরিত্যাজ্য! এই রকম একটা মেসেজ সেই প্রতিষ্ঠান দেবার চেষ্টা করছে। আমি সেখানে আমার মতামত তুলে ধরার চেষ্টা করেছি।
মন্ত্রী বলেন, রাজনীতি, আমাদের জীবনের সব ক্ষেত্রের মতোই। রাজনীতিতেও ভালো-মন্দ সব আছে। কিন্তু তার অর্থ এই নয় যে, রাজনীতি ভালো নয়।
ব্যক্তিগত কয়েকটি বিষয় ছাড়া একটা মানুষের জীবনের প্রায় সব সিদ্ধান্ত রাজনীতি অঙ্গনে হওয়ার কথা উল্লেখ করে দীপু মনি বলেন, রাজনীতি সেই জায়গা যেখানে জীবনের প্রায় সব সিদ্ধান্ত গৃহীত হয়। একেবারে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যেগুলো সেগুলো হয়তো নিজেরা নেই।
দীপু মনি বলেন, কিন্তু আমাদের জীবনটা কেমন চলবে? আমার দেশটা কেমন হবে? আমার পড়ার সুযোগ থাকবে কি থাকবে না? আমার খাবারের সংস্থান হবে কি হবে না। কাজের সংস্থান হবে কি হবে না। সকালে (বাসার) কলটা চালালে পানিটা আসবে কি আসবে না-সেই সিদ্ধান্তগুলো যেখানে গৃহীত হয় সেই জায়গাটা হলো রাজনীতি।
তিনি বলেন, রাজনীতিটা মানুষের জন্য প্রয়োজন, মানুষ মাত্রই রাজনৈতিক জীব, রাজনীতির বাইরে মানুষ নয়, রাজনীতির ঊর্ধ্বে মানুষ নয়।
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নি বডির সভাপতি কে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। সভা সঞ্চালনা করেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া।
বিডি প্রতিদিন/আরাফাত