রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘সিঙ্গেল লাইনের কারণে আমরা বেশি সংখ্যক ট্রেন পরিচালনা করতে পারি না। কারণ একই ট্রেনে আসা-যাওয়ার ক্ষেত্রে যে কোনো স্টেশনে একটি ট্রেনের আরেকটি ট্রেনকে পাসিং দিতে হয়। যে কারণে খুব বেশি ট্রেন চালাতে পারি না।’
আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কমলাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ জাদুঘর ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ এবং ১৬টি লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে রেলকে একটি অকেজো সংস্থায় পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার রেলের উন্নয়নে আলাদা মন্ত্রণালয় করেছে। এখন আমরা রেলকে উন্নত করার জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘রেলের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। বর্তমান সরকার আসার পর লোকবলের অভাব পূরণের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে নিয়োগের জন্য অনেকগুলো বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, অল্পদিনের মধ্যে সে ঘাটতি পূরণে সক্ষম হবে রেল।’
বিডি প্রতিদিন/ফারজানা