পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি দুষ্টচক্র বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বেশি কথাবার্তা বলছে। তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলা।
বুধবার বিকালে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
চীন থেকে নেয়া বাংলাদেশের ঋণ খুবই কম জানিয়ে তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না। এদেশের সক্ষমতা বেশি এবং লাভ ছাড়া ঋণ গ্রহণ করা হয় না। তবুও তা নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল একাধিক সুখবর নিয়ে সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখও চূড়ান্ত হতে পারে এ সফরে।
র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা চাওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিডি প্রতিদিন/আরাফাত