পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে হটানোর ক্ষমতা বিএনপির নেই। জনশূন্য বিএনপি ঈদের পরে আন্দোলন করার ঘোষণা দিয়েছে। জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না। বিএনপি একটি গণধিকৃত দল। ক্ষমতায় থাকাকালীন ওরা জনগণের হাজার হাজার কোটি টাকা লুটেপুটে খেয়েছে।
শুক্রবার জেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিরোধী দলে থেকে ওরা বোমাবাজি করেছে। পেট্রোলবোমা মেরে মানুষ মেরেছে। যারা নিজেদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করার ক্ষমতা রাখে না। তারা আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ইফতার মাফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন