বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার।
মঙ্গলবার (৩ মে) সকালে হবিগঞ্জের চুনারুঘাট সদর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতে একথা বলেন। এসময় তিনি আরও বলেন, এ দেশে এখন সব ধর্মের মানুষ আনন্দ উৎসবের মাধ্যমে যার যার ধর্ম পালন করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এখন অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের দেশে ভাল।
পরে তিনি চুনারুঘাটের বৃহত্তম এ ঈদের জামাতে নামাজ আদায় করেন। অন্যান্যদের মাঝে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল ও সাবেক মেয়র মো. নাজিম উদ্দিন সামছুসহ ৫ হাজারের বেশি মুসল্লি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও সহকারী কমিশনার মিল্টন চন্দ্র পাল উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী উপজেলার দেওরগাছ, আহম্মদাবাদ, গাজীপুর, মিরাশী, রানীগাঁও এবং সাটিয়াজুরী ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদুল ফিতরের মতবিনিময় করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ