২২ জুন, ২০২২ ২২:৫৭

বন্যা কবলিতদের পাশে এগিয়ে আসুন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টঙ্গী প্রতিনিধি

বন্যা কবলিতদের পাশে এগিয়ে আসুন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গাজীপুরের দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের এই দুর্যোগ সময়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ বুধবার সন্ধ্যায় সিলেট বন্যা কবলিত প্রায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রস্তুতি সম্পন্নকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট-এলাকার দুর্যোগ মোকাবেলায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই এবং প্রায় পাঁচ হাজার পরিবারের জন্য চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, বিস্কুট ও খাবার স্যালাইনসহ বেশ কিছু খাদ্য সামগ্রী আমার বাসভবনেই প্যাকেট করা হয়েছে। 

যা আগামী শুক্রবারে বিতরণ করা হবে। আমি বলবো, যে যাই পারেন,সবাই একটু একটু করে সহযোগিতা করলে অবশ্যই ওই এলাকার মানুষ অনেক উপকৃত হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর