১১ মার্চ, ২০২৩ ১৬:০৯

সরকারকে আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না: তথ্যমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

সরকারকে আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন ‘দেশের পরিবর্তন তারেক জিয়া, মির্জা ফখরুল সহ্য করতে পারছে না। বিএনপি ঘোষণা দিয়েছে সরকারকে দড়ি ধরে টান দেবে। গত বছর ১০ ডিসেম্বর সরকারকে টানতে দিতে গিয়ে বিএনপি নিজেই দড়ি ছিঁড়ে পড়েছে। আবার টান দিতে গেলে  এবার  দড়ি ছিঁড়ে পড়ে মাটির ভিতর ঢুকে যাবেন। সুতরাং সরকারকে আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না।’

কৃষক লীগ খাগড়াছড়ি শাখার ত্রিবার্ষিক সম্মেলেনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল। আওয়মীলীগ রাজপথে থাকবে।’
 
আজ শনিবার ঐতিহাসিক খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে কৃষক লীগ খাগড়াছড়ি শাখার আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নির্মলেন্দু চৌধুরী।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর