২৯ মে, ২০২৩ ১৯:১০

২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রমের আলোকে

অনলাইন ডেস্ক

২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রমের আলোকে

শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রমের আলোকে। আজ সোমবার এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত ‘স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হতে লাগবে ২০২৫ সাল। ২০২৬ সালে গিয়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা দেওয়া শুরু করবে।’

তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন প্রক্রিয়াটি এ বছর থেকে চালু হচ্ছে। তবে এর নানান দিক বুঝে উঠতে একটু সময় লাগবে। শিক্ষক ও অভিভাবকদের অভ্যস্ত হতেও কিছুটা সময় লাগবে। তবে শিক্ষার্থীরা দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং যাবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর