সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সকলের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। আসুন অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। বিএনপিকে বলবো মত পাল্টিয়ে নির্বাচনে অংশ নিন, দরজা খোলা আছে।
তফসিল ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জোটগত নির্বাচন না এককভাবে এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সময় হলেই পরিস্কার হবে। অপেক্ষা করুন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যতীত ও জনগণের রায় ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি। আওয়ামী লীগ ষড়যন্ত্রের পথে রাষ্ট্র ক্ষমতা বদলের চিন্তা করে না। নির্বাচনে আমরা সব সময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। জনগণের ভোট ও জনগণের অধিকারের জন্য আমরাই সংগ্রাম করেছি।
কাদের বলেন, আমরা গতকাল নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আশা করি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে একটা মিনিংফুল নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে সংবিধানের রীতিনীতি বিধিবিধান পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে সহায়তা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সালমান এফ রহমান, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দীন নাছিম, আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আবদুস সবুর, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া, ফরিদুন্নাহার লাইলী, ড. শাম্মি আহমেদ, ডা. রোকেয়া সুলতানা, দেলেয়ার হোসেন, ড. সেলিম মাহমুদ, শামসুর নাহার চাপা, নজিবুল্লাহ হিরু, সায়েম খান, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজি, আজিজুজ সামাদ আজাদ ডন, মেরিনা জাহান কবিতা, মারুফা আকতার পপি, সানজিদা খানম, পারভিন জামান কল্পনা, রেমন আরেং, রিয়াজুল কবির কাওছার, মহানগরীর শেখ বজলুর রহমান, এসএম মান্নান কচি, আবু আহমেদ মন্নাফি, ঢাকা জেলার শেখ বজলুর রহমান, পনিরুজ্জামান তরুন, হালিমা আকতার লাবন্য, যুবলীগের শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের গাজী মেসবাউল হোসেন সাচ্চু, আফজালুর রহমান বাবু, যুব মহিলা লীগের ডেইজি সারওয়ার, শারমিন সুলতানা লিলি, মহিলা আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি ও ছাত্রলীগের সাদ্দাম হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক