২২ ডিসেম্বর, ২০২৩ ২১:১৪

আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত বিএনপি: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত বিএনপি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হতে হয়। সে নির্বাচন যদি না হয়, দেশে জটিলতা দেখা যেতে পারে। বিএনপি যদি নির্বাচনে থাকতো তাহলে ভালো লাগতো। তারা নির্বাচনের ট্রেনে উঠতে আগ্রহী নয়। তারা নির্বাচনে না এসে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। এটাই কি রাজনীতি? এটাই কি আন্দোলন?

শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী আইয়ুব বিবি কলেজ মাঠে চরপাথরঘাটায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলার জনগণ তাদের আন্দোলন এবং হারতালে সাড়া দিচ্ছে না। তাই তারা এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। তারা কাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে আপন দেশের জনগণের বিরুদ্ধে! যে দলের নেতৃত্বে এই দেশের স্বাধীন হয়েছে সে দলের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে তারা! এটা ‌'মেরা বিল্লি মুজে মেউ' বলার মতো হয়ে গেলো।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রণি, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আওয়ামী লীগ নেতা রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর