৩ অক্টোবর, ২০২৪ ০৮:৩১

হানিফের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

অনলাইন ডেস্ক

হানিফের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

মাহবুব উল আলম হানিফ।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন একজন আইনজীবী। বুধবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান এ আবেদন করেন। 

আবেদনে রিগ্যান বলেন, গত ২৬ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র’ শিরোনাম খবর প্রকাশিত হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরও বলেন, প্রকাশিত রিপোর্ট রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর