৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে শোভাযাত্রা করেছে বিএনপি। শনিবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে রেলস্টেশনের বটতলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভযাত্রাটি রাজবাড়ীর ১ নম্বর রেলগেট দিয়ে পান্না চত্বর ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নঈম আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আহ্বায়ক কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সদস্য রইচ উদ্দীন ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামীকাল ১০ নভেম্বর (রবিবার) ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। রাজবাড়ীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তবে রাজবাড়ীতে তাদের কবর রচনা করা হবে। কোনো অবস্থাতেই রাজবাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করতে রাজবাড়ী জেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে অবস্থান নিবে।
বিডি প্রতিদিন/হিমেল