শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ। রবিবার (১০ নভেম্বর) সকালে নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এদিকে, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।
দিবসটি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের গণতন্ত্র প্রিয় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে নেমে স্বৈরশাসকের বুলেটে জীবন হারিয়ে ছিলেন নূর হোসেন। তার সেদিনের আত্মত্যাগ মানুষের মনকে নাড়া দিয়েছিল। বুকে-পিঠের স্লোগান সংবলিত তার শরীর হয়ে উঠেছিল আন্দোলনের প্রতীক। ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। আজও গণতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামে শহীদ নূর হোসেন আমাদের প্রেরণা। তার দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত করতে হবে।