প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতোই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দেওয়া সকল প্রহসনমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।
তিনি বলেন, যারা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কথা বলেন, তারা যে দলেরই হোক সে তারা আওয়ামী লীগের দোসর।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম আরও বলেন, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, তাদের সঙ্গে নিয়ে সংস্কার করা যাবে না। তাদের আগে প্রশাসন থেকে শুরু করে সব যায়গায় বিতাড়িত করতে হবে। এসময় যাদের গুম করা হয়েছে তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে জনতার সরকার হাতে ক্ষমতা দিতে যা যা উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নেয়ার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত