ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফেরাউনের মতো নির্যাতনকারী, অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে তা করিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনার খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম বলেন, সারা দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। সেই পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে।
তিনি বলেন, আলিয়া হোক বা কওমি হোক, সব মাদরাসার আলেমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বাড়বে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের শক্তি কমে যাবে।
বিডি প্রতিদিন/এমআই