বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘ডায়াস্পোরা সেল’ গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।
সোমবার রাতে কমিটির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এহতেশাম হককে ডায়াস্পোরা সেল সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- দেবাশীষ চক্রবর্তী, অরণি সেমন্তি খান, তাওহীদ তানজিম, আজাদ আহমেদ পাটোয়ারী, আতাউল্লাহ, ফারহাদ আলম ভূঁইয়া, তাহিয়াতুন মরিয়ম, মুনতাসীর মাহমুদ, তুহিন মাহমুদ, মাজহারুল ইসলাম ফকির, মশিউর রহমান, ফারিবা হায়দার ও তারিক আদনান মুন।
বিডি প্রতিদিন/আরাফাত