দুর্নীতিমুক্ত দেশ গড়তে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারকের’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের কাছে মুক্তিকামী সবাই মজলুম ছিলেন। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি, তাদের প্রতি সম্মান দিতে ও তাদের থেকে দোয়া নিতে। কারণ তারা সৌভাগ্যবান, তাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছে। ২৪ এর গাজী ও শহিদ পরিবারগুলোর হতাশা কিছুটা দূর করতে অসম্পূর্ণ রেখেই শহীদ স্মরণিকা আজ প্রকাশিত হলো। এই স্মরণিকা পূর্ণাঙ্গ করার কাজ চলমান থাকবে।’
তিনি বলেন, ‘২৪ এর শহীদরা বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ চেয়েছিলো। তাদের স্মরণে রেখে আমাদের উচিত এমন কোনো কাজ থেকে বিরত থাকা... যা জুলাই বিপ্লবের চেতনাবিরোধী। বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ যে গণমাধ্যমগুলো এখানে এসেছে, তারাও কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিল না। সেই সময় তাদেরও জীবন দিতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলমযুদ্ধ চালিয়েছিলেন, দেশের মাটিতে তাদের পরিবারকে হেনস্তা করা হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে। এমনকি নারীদেরও ছাড় দেওয়া হয়নি।’
বিডি প্রতিদিন/কেএ