বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন। নির্বাচনের তফসিল ঘোষনা করুন। যাতে করে দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিকদারের সভাপতিত্বে সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা খন্দকার মনজুরুল হক, আইন ফোরামের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আ. কুদ্দুস, সহ সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, নুরুর হক মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহানুর রহমান মৃধা, যুবদল নেতা গোলাম মোস্তফা প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় শাহজাদা মিয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনও গুজবে কান দেবেন না। তারেক জিয়া এবং খালেদা জিয়া যে নির্দেশনা দেবেন তাই আমরা মেনে নেব। কিন্তু এই আসনে কেউ গুজবে ছড়িয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করবেন তা হতে দেওয়া হবেনা।
তিনি আরও বলেন. বিগত দিনে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, দুর্নীতি করেছে, বালু লুটের সাথে জড়িত ছিল তাদের নিয়ে বিএনপির কতিপয় নেতা শোডাউনের চেষ্টা করছেন। যারা এমনটি করবেন তাদের বিরুদ্ধে দলের হাই কমান্ডের কাছে বিচার দেওয়া হবে।
পরে শাহাজাদা মিয়া চরভদ্রাসন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এসময় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ