বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। পুলিশ যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছেনা। তাই দেশের আইনশৃঙ্খলা খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত, যার সাথে জনগণের সম্পৃক্ততা আছে।
গতকাল দুপুরে ভোলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার পার্থ এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে উদ্দেশ্য করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিগত সরকারের লোকজনের হাতে অবৈধ অর্থ আছে। দেশের একটা পরিস্থিতি খারাপ হলে বেনিফিট তারাই পাবে।
তিনি আরো বলেন, বর্তমান সররকার শতভাগ কাজ করছে সেটাও বলা যাবে না। আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে।
তিনি ছাত্রদের নতুন দলকে উদ্দেশ্য করে বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে নতুন দলকে বিশ্বাসের জায়গায় রাখবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যেন কোন দল বাড়তি সুবিধা না পায়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি যেন ইনজাস্টিস করা না হয়। সেটাও মাথায় রাখতে হবে।
গতকাল দুপুরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা থেকে লঞ্চযোগপ ভোলায় এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে দলের শতশত নেতাকর্মী ভোলার ইলিশা লঞ্চঘাটে গিয়েছেন। আগামী ৩ দিন তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ