বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্য করে বলেছেন, জুলাই-আগষ্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা আপনাদের ধন্যবাদ দেই, মানুষের কাছে যাবেন। মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে।
আগত নতুন সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে আলাল আরও বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শেকড় অনেক শক্তভাবে জড়ো হয়ে আছে সেই দলটির নাম হচ্ছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষার নির্বাচন। আপনারা প্রস্তুত হন। এমনকি নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দিবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন।
তিনি আরও বলেন, 'আজকে আবার নতুন করে আগামী শুক্রবারে ঘোষণা। আগামী শুক্রবার ঘোষণা আসবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের একটি সংগঠন। তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই।'
আলাল বলেন, দেখেন নাই পাথরের সঙ্গে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না, নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না। শুধু শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির ইনশাল্লাহ কিছু হবে না।
জেলা বিএনপি নেতা মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদার, কেন্দ্রীয় নেতা ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা