বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে। আমাদের নেতার নির্দেশ আছে, বিএনপিতে কোনো তাবেদার ও সংস্কারপন্থীদের স্থান হবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে আমাদের তৃণমূল বিএনপি বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া এর সভাপতিত্বে, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য সেলিম হক রুমি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক সেলিম আহমেদ দিপু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিঠু আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক