ধর্ষণের শিকার হওয়ায় সন্তান গর্ভে এসেছিল। সন্তান জন্মের পর লোকলজ্জার ভয়ে রেলস্টেশনে সদ্যোজাতকে ফেলে রেখে পালাতে চেয়েছিল ১৪ বছরের কিশোরী। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে সে।গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরে। আপাতত শিশুটিকে উদ্ধার করে একটি হোমে রাখা হয়েছে। ১৪ বছরের ওই কিশোরী মায়ের কাউন্সিলিং করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্টেট চাইল্ড রাইটস্ কমিশনের চেয়ারপার্সন মান্নান চতুর্বেদী বললেন, গত সোমবার একটি সরকারি হাসপাতালে কিশোরী ওই শিশুর জন্ম দেয়। শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পায় সে। তারপরই সদ্যোজাতকে নিয়ে বাবা-মার সঙ্গে জয়পুর স্টেশনে আসে। প্রথমে পথচলতি অনেককেই শিশুটিকে নিয়ে যেতে অনুরোধ করে। কেউ সাড়া না দেওয়ায় স্টেশনের পরিত্যক্ত জায়গায় শিশুটিকে রেখে পালিয়ে যেতে চেয়েছিল।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা