পানির নিচে বসে পিরামিড আকৃতির রুবিক’স কিউব সমাধান করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের চিন্ময় প্রভু। দমবন্ধ অবস্থায় মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডে মোট নটি কিউবের রং মিলিয়ে গিনেস বুকে নাম তুললেন ২০ বছরের এই যুবক।
২০১৭ সালে লিমকা বুক অফ রেকর্ডসে নাম তোলার পর এবার গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুললেন তিনি।
ছোটবেলা থেকে রুবিক’স কিউবের সমাধান আর সাঁতার এই দুটোই প্রধান পছন্দের বিষয় ছিল চিন্ময়ের। গত বছরের ৯ ডিসেম্বর সুইমিং পুলের পানির নিচে বসে পিরামিড আকৃতির কিউব মিলিয়ে ফেলেন তিনি। আর তার ভিত্তিতেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বরেকর্ডের সার্টিফিকেট দেওয়া হল।
প্রথমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'র তরফে চারটি কিউব সমাধান করতে দেওয়া হয়েছিল চিন্ময়কে। কিন্তু শেষপর্যন্ত তিনি ৯টি কিউব সমাধান করেন। চিন্ময়ের কথায়, “আসলে আমি ভেবেছিলাম চার বা পাঁচটা কিউব সমাধান করলে যে কোনোদিন যে কেউ আমার রেকর্ড ভেঙে দেব। তাই ৯টা কিউব সলভ করেছি আমি। এর জন্য পাঁচ মাস ধরে পানির ট্রেনিং নিয়েছিলাম।”
বিডি-প্রতিদিন/তাফসীর