শিরোনাম
২৮ মার্চ, ২০২০ ০৬:৪৬

দূরত্ব বজায় রাখতে ছাতাই ভরসা, সেলুনে চুল ছাঁটার ভিডিও ভাইরাল!

অনলাইন ডেস্ক

দূরত্ব বজায় রাখতে ছাতাই ভরসা, সেলুনে চুল ছাঁটার ভিডিও ভাইরাল!

করোনা থেকে বাঁচতে বিকল্প নেই হোম কোয়ারানটিনের। কিন্তু বেশি দিন গৃহবন্দি থাকলে চলবে কী করে! পেটের তাগিদে তাই অনেককেই বের হতে হয়। তাদের জন্য সোশ্যাল ডিস্টেনসিং বা অন্যের সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু দূরত্ব রাখতে চাইলেই কী হয়!

হয়। ইচ্ছে থাকলে ঠিকই উপায় হয়। প্রমাণ দিলেন হল্য়ান্ডের এক তরুণী হেয়ারড্রেসার। কাস্টমারের চুল কাটতেই হবে। সঙ্গে মানতে হবে সোশ্যাল ডিস্টেনসিং। দু'টো একসঙ্গে কীভাবে হবে? ভাইরাস থেকে বাঁচতে একটি ছাতাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন তরুণী। ছাতার গায়ে দু'টি গোল ছিদ্র বানিয়ে হাত গলিয়ে নিলেন।

একইসঙ্গে দেখার জন্যও চোখ বরাবর দু'টি ছিত্র বানালেন। হাতে পড়ে নিলেন ডিসপোজেবল গ্লাভস। আর এতেই ছাতার মধ্যে হাত দিয়ে কাস্টমারদের চুট কাটলেন হেয়ারড্রেসার।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনব ভিডিওটি। তাতে ৭ হাজারের বেশি লাইক পড়েছে। শেয়ার হয়েছে এক লাখেরও বেশি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর