কোনও দিনও চোখ মেলবে না সন্তান। মায়ের কোলের কাছে ঘেঁষে উঠে দাঁড়াবেও না আর। তবুও সন্তানহারা মায়ের মন মানতে চায়নি কঠিন সত্যিটা। এমনই এক মর্মান্তিক ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে যা দেখে থমকে গিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একটি মা হাতি তার মৃত সন্তানের দেহ টেনে নিয়ে চলেছে জঙ্গলের ভিতর দিয়ে।
প্রবীণ কাসওয়ান নামের ভারতের এক বন দফতরের কর্মকর্তা সেই ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় মা হাতিটি সন্তানকে বারবার জাগিয়ে তোলার চেষ্টা করছে ক্রমাগত। শুঁড়ে করে শাবকটির দেহ তুলে টেনে নিয়ে চলেছে মা হাতিটি।
কাসওয়ান তার পোস্টে লিখেছেন, ‘‘হস্তিশাবকের মৃত্যু হয়েছে কিছুতেই বুঝতে চাইছে না মা হাতি। মাঝে মাঝে কয়েক দিন ধরেই সে সন্তানের মৃতদেহটি টেনে চলেছে। আমাদের মতো তারাও মানবিক।’’
#Elephant Mother not able to comprehend death of her calf. She keeps dragging body for some time - at times for days. They are so like us - they are so humane. pic.twitter.com/qmWBjLZud8
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 21, 2024
হাতিদের মধ্যে এ ধরনের মানবিক আচরণ খুব একটা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন কাসওয়ান। কারণ তার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, দলের কোনও হাতি মারা গেলে পুরো হাতির দল সেই মৃত্যুতে সার বেঁধে শবযাত্রার বের করতে থাকে। ভিডিও দেখে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘‘এক জন মায়ের কাছে তার সন্তানের প্রতি ভালোবাসার মতো কিছুই নেই।’’
বিডি প্রতিদিন/নাজমুল