ফাঁকা বাড়ির সুযোগে সৎ কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগে ভারতের কেরালার এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। একাধিক মামলায় দোষী সাব্যস্ত করে তাকে সাজা দিয়েছেন বিচারক। সবমিলিয়ে ১৪১ বছরের সাজা দেওয়া হয়েছে তাকে। শুধু তা-ই নয়, সাত লক্ষ ৮৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। নির্যাতনের শিকার কিশোরীকে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিত কিশোরী এবং তার সৎ বাবা, দু’জনেই তামিলনাড়ুর বাসিন্দা। তবে পরে কেরালায় চলে যান। অভিযোগ, ২০১৭ সাল থেকে নাবালক কন্যাকে লাগাতার ধর্ষণ করেন তার বাবা। যখনই নাবালিকার মা বাড়িতে থাকতেন না, সেই সুযোগে সৎ কন্যাকে ধর্ষণ করতেন। এমনকি, মুখ খুললে প্রাণনাশের হুমকিও দিতেন।
তবে একটা সময় ওই কিশোরী তাঁর মাকে সব জানান। তার পরই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার মা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কেরালার ফাস্ট ট্র্যাক স্পেশ্যাল আদালতে বিচার চলে অভিযুক্তের। বিচারের সময় সব ধারাতেই দোষী সাব্যস্ত হন তিনি। সব মিলিয়ে মোট ১৪১ বছরের সাজা শুনিয়েছেন বিচারক আশরাফ এএম।
বিডি প্রতিদিন/নাজমুল