অফিসের ডেস্কে মাথা নুইয়ে শুয়েছিলেন এক কর্মী। প্রথমে দেখে সকলে ভেবেছিলেন কাজের চাপে খানিকটা মাথা নিচু করে আছেন। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেলেও মাথা তোলেননি তিনি। কাছে যেতেই সকলে শুনলেন নাক ডাকার আওয়াজ। অফিসের ডেস্কের সামনে নাক ডেকে ঘুমানোর জেরে লাখ লাখ টাকা জিতলেন সেই কর্মী। কীভাবে সম্ভব হলো?
অবাক কাণ্ডটি ঘটেছে চীনে। জিয়াংসু প্রদেশে একটি রাসায়নিক কারখানায় কাজ করতেন জাং। দুই দশক ওই কোম্পানিতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি অফিসের ডেস্কে নাক ডেকে ঘুমানোর জেরে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। অফিসের নিয়ম ভাঙার জেরেই জাংকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেন ম্যানেজার।
বরখাস্ত হওয়ার পরেই আদালতে কোম্পানির বিরুদ্ধে মামলা করেন জাং। পুরো ঘটনাটি খতিয়ে দেখার পর বিচারপতি জানান, জাং ক্লান্তির কারণে আচমকা ঘুমিয়ে পড়েছিলেন। অফিসের নিয়ম ভাঙলেও, তার কারণে অফিসের গুরুতর কোনও ক্ষতি হয়নি। একাধিকবার জাংয়ের পদোন্নতি ঘটেছে এই কোম্পানিতে। তার কর্মদক্ষতায় অফিসের উপকার হয়েছে। কর্মীর এমন আচরণের কারণে বরখাস্ত করা অনুচিত বলেই জানিয়েছেন বিচারপতি।
এই মামলায় শেষ পর্যন্ত জিতে যান জাং। এরপরই আদালতের নির্দেশে জাংকে ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় কোম্পানি। অফিসে ঘুমানোর পরেও যেভাবে জাং লাখ লাখ টাকা জিতলেন, তাতেই চমকে গেছেন সকলে।
সূত্র- লাইভমিন্ট ডট কম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ