সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো (গ্রেড) বাস্তবায়নের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। শনিবার সকাল থেকেই আশুলিয়ার পুর্ব নরসিংহপুর এলাকায় অবস্থিত ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
মেডলার গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা শহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, তৈরি পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নতুন মজুরি কিছু কিছু কারখানায় বাস্তবায়িত হলেও সব কারখানা এখনো তা বাস্তবায়ন করেনি। এ নিয়ে শ্রমিক অসন্তোস সৃষ্টি হচ্ছে। এছাড়া যেখানে বাস্তবায়ন হয়েছে সেখানে আবার গ্রেড নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আবার অনেক শ্রমিক জানেন না, ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী তাদের বেতন কত হওয়া উচিত। এসব ঘটনায় শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শিল্প পুলিশ-১ এর পরিদর্শক আব্দুস সাত্তার জানান, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শিল্প এলাকার কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের জলকামান ও সাজোয়া যানের টহল অব্যাহত রয়েছে।