অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় দুটি বাস থেকে ৬০ জনকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে বাস দু'টি থেকে চার দালালকেও আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে এ তাদের আটক করা হয়। আটক চার দালাল হলেন- সোহেল রানা, মীর কাশেম, রিদওয়ান ও আনোয়ার।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সী লোক চট্টগ্রাম এসেছিল। শুক্রবার গভীর রাতে দালালরা তাদের কক্সবাজার নিয়ে যাওয়ার উদ্দেশে দুটি বাসে তোলেন। বাস দুটিতে দু'জন করে মোট চারজন তদারকির দায়িত্ব নেন। বাস ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে গোপন তথ্য অনুযায়ী পুলিশ তাতে অভিযান চালিয়ে ৬০ জন লোককে উদ্ধারসহ চার দালালকে আটক করে।
তিনি আরও জানান, দালালদের বাসা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। তাই সুবিধা অনুযায়ী তারা ৬০ জনকে কুতুবদিয়ার কোনো পয়েন্ট থেকে বঙ্গপোসাগরে নৌকায় তুলে দিতে বলে মনে হচ্ছে।