বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শনিবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন। বিএনপির সহদফতর সম্পাদক শামীমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দশম সংসদ নির্বাচনের আগে সর্বশেষ গত ২৬ ডিসেম্বর গুলশান কার্যালয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর নির্বাচন প্রতিহতের জন্য 'গণতন্ত্র অভিযাত্রা (মার্চ ফর ডেমোক্রেসি)' কর্মসূচি ঘোষণা দেওয়ার পর খালেদার গুলশানের বাড়ি ও কার্যালয়ে পুলিশ পাহারা বাড়ানো হয়। বাড়ির দু'পাশে বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।
২৯ ডিসেম্বর নয়া পল্টনের সমাবেশে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হতে চাইলে তাকে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি দলীয় নেতারাও তার সঙ্গে দেখা করতে যেতে বাধা পান।
খালেদা জিয়া অভিযোগ করেন, কার্যত তাকে গৃহবন্দি করা হয়েছে।
তবে সরকারের পক্ষ থেকে তার এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। কারণ 'অবরুদ্ধ' অবস্থার মধ্যেও তিনি অবস্থায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, জার্মানির রাষ্ট্রদূত আলবার্ট কোনসে ও কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন গুলশানের বাড়িতে গিয়ে খালেদার সঙ্গে দেখা করেন।
গত ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ৮ জানুয়ারি থেকে তার বাড়ির সামনে থেকে পুলিশের অতিরিক্ত পাহারা সরিয়ে নেয়া হয়।