দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
আজ শনিবার এই গেজেট প্রকাশ করা হয় বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ভীম চরণ রায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এরশাদের স্ত্রী রওশনকে সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা।