বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত লি জুন। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হয়ে ৮টা ৩০ মিনিট পর্যন্ত চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে চলে এ বৈঠক।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. এম ওসমান ফারুক ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।