আওয়ামী লীগে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
আজ রাত পৌনে আট টায় তিনি শেখ হাসিনাকে ফোন করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফোনে ভারতের রাষ্ট্রপতি শেখ হাসিনাকে তৃতীয় বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং দু দেশের মধ্যে ভবিষ্যতে বন্ধূত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন।