বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাফফর আহমদ জানিয়েছেন তিনি স্বাধীনতা পদক-২০১৫ গ্রহণ করবেন না। গতকাল বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, তারা কেউই কোনো প্রাপ্তির আশায় মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। আমি সম্মানের সাথে ঘোষিত ‘স্বাধীনতা পদক-২০১৫’ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছি।এতে আরও বলা হয়, সম্প্রতি আমাকে ‘স্বাধীনতা পদক-২০১৫’ প্রাপ্তদের তালিকায় মনোনীত করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে নানা কথা ছড়ানো হচ্ছে। পদক দিলে বা নিলেই সম্মানিত হয়, এ দৃষ্টিভঙ্গিতে আমি বিশ্বাসী নই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মানুষ তার কর্মগুণে সম্মানিত হয়। নিছক দেশপ্রেম, মানবতাবোধে উদ্বোদ্ধ হয়েই আমি রাজনীতিতে এসেছিলাম। কোনো পদক বা পদ-পদবী আমাকে কোনোভাবেই উদ্বোদ্ধ করে নি। নিতান্তই রাজনৈতিক কর্তব্যবোধে শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র।একইসঙ্গে তিনি স্বাধীনতার পদক প্রাপ্তির বিষয়ে ধূম্রজাল সৃষ্টি না করতে অনুরোধ জানান।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আট বিশিষ্ট ব্যক্তিকে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আগামী ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের স্বধীনতা পদক প্রদান করবেন।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৫/ রশিদা