বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন এখন অনেকটা বিবৃতিকেন্দ্রীক। গ্রেফতার এড়াতে বিএনপি নেতারা দলের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন অজ্ঞাত স্থান থেকে। তবে এতেও পার পাচ্ছেন না দলটির মুখপাত্ররা। এই ধারাবাহিকতার সর্বশেষ শিকার দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। যদিও তার গ্রেফতারের কথা এখনো স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে মঙ্গলবার রাতে উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে দাবি করছে তার স্ত্রী ও বিএনপি।
সালাউদ্দিনের আগে বিএনপির নিয়মিত মুখপাত্র ছিল দলের যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রজভী আহমেদ। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৬ জানুয়ারি আটক হওয়ার আগে পর্যন্ত তার পক্ষেই বিবৃতি দিতেন রিজভী। কিন্তু গত ৩১ জানুয়ারি রিজভীকে আটক করার পর দলের মুখপাত্র কর্মসূচি ঘোষণা করতেন যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বিএনপির শীর্ষ নেতাদের বেশিরভাগই এখন জেলে রয়েছে। এ অবস্থায় বিএনপির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্রে এমনটিই জানা গেছে। তাছাড়া বুধবার রাতে সালাহউদ্দিন আহমেদের আটকের অভিযোগ তিনিই বিবৃতি মাধ্যমে জানিয়েছিলেন।
যদিও মুখপাত্রের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, এখন থেকে দলের মুখপাত্র হিসেবে কে দায়িত্ব পালন করবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার আমি দলের পক্ষে বিবৃতি দিয়েছি মাত্র।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৫/মাহবুব